গতকাল ২৬জুলাই,২০২৫ তারিখ শনিবার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অডিটোরিয়ামে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি নিয়ে আলোচনা এবং শিক্ষকদের সাথে অভিভাবকদের মতবিনিময় করা।
উক্ত ‘অভিভাবক সমাবেশে' সভাপতিত্ব করেন অত্র একাডেমির সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান স্যার। অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে অভিভাবকবৃন্দের ভূমিকা এবং প্যারেন্টিং-এর বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও সমাবেশে বিষয়ভিত্তিক শিক্ষকবৃন্দ বর্ষ সমাপনী পরীক্ষার আলোকে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অগ্ৰগতি, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সাথে গঠনমূলক আলোচনা করেন।