অদ্য ০৯ আগস্ট ২০২৫, শনিবার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অডিটোরিয়ামে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির অর্ধ বার্ষিক ও ১ম সাময়িক পরীক্ষার ফলাফলের আলোকে 'অভিভাবক সমাবেশ' অনুষ্ঠিত হয়।
একাডেমির অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান শিক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে সম্মানিত অভিভাবকদের অবগত করেন। এছাড়াও একাডেমির শ্রেণি শিক্ষক ও বিষয়ভিত্তিক শিক্ষকগণ অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের ফলাফলসহ বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহন করেন।
অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের কল্যাণকল্পে স্বতঃস্ফূর্তভাবে তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
শিক্ষা কার্যক্রমকে অধিক বেগবান ও যথোপযুক্ত করার পাশাপাশি ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা ও প্রাক নির্বাচনী পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থিত অভিভাবকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।